top of page
Writer's pictureAdmin

Post Office Recruitment- পোস্ট অফিসের তরফে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হলো! প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা

Post Office Recruitment- পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য নতুন চাকরির দুর্দান্ত সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (India Post Payments Bank)। যে নোটিশটি প্রকাশ হল, সেখানে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগের মাধ্যমে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ হবে। তবে আবেদন জানানোর আগে কিছু শর্তাবলি জেনে রাখা দরকার। আসুন এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য একনজরে জেনে নেওয়া যাক।


Post Office Recruitment for India Post Payments Bank ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের (India Post Payments Bank) তরফে একটি বিস্তারিত নোটিফিকেশন জারি হয়েছে। এই নোটিশে বলা হয়েছে, খুব শীঘ্রই এই ব্যাঙ্কে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা হল ৪৭ টি। আবেদন জানানোর সুযোগ থাকছে সবার জন্য। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও বেতন সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।


শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে Post Office Recruitment 2024 নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। আবেদন জানাতে আগ্রহীরা অবশ্যই তা জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁরা চাকরি পেতে চাইছেন, তাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশের সার্টিফিকেট থাকতে হবে।


বয়সসীমা ও বেতন

বয়সসীমাঃ ইন্ডিয়া পেমেন্টস ব্যাঙ্কের তরফে প্রকাশ পাওয়া বিজ্ঞপ্তিতে নিয়োগের বয়সসীমার সম্পর্কেও বলা হয়েছে। নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগে আবেদন জানাতে পারবেন সেই সকল প্রার্থীরা যাঁদের বয়স ২১-৩৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিছু ছাড় পাবেন।

বেতনঃ যে সকল প্রার্থীরা এখানে Post Office Recruitment-এর নিয়োগ পাবেন, তাঁদের বেতন হবে যথেষ্ট ভালো। নোটিফিকেশনে বলা হয়েছে, নিযুক্ত কর্মীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা,তবে পরে বেতন বাড়তেও পারে।


Post Office Recruitment 2024 -এর আবেদন প্রক্রিয়া

Post Office Recruitment-এর এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। তাই অ্যাপ্লিকেশন জমা করার জন্য প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আবেদন ফি পেমেন্ট করে সেটি প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে সাবমিট করে দিন। তবে মনে রাখবেন, অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন।


আবেদন ফি

এখানে আবেদন জানাতে হলে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। জেনারেল ও OBC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে ৭৫০ টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের আবেদন ফি রাখা হয়েছে ১৫০ টাকা।


আবেদনের সময়সীমা

এই নিয়োগের আবেদন জমা দেওয়া যাবে আগামী ৫ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। যাঁরা আবেদন জানাতে ইচ্ছুক, তাঁরা উক্ত তারিখের মধ্যে নিজের অ্যাপ্লিকেশন জমা করুন। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।



বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র Educational news বা শিক্ষামুলক খবরের উদ্দেশ্য। mtcplanet.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। mtcplanet.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন। আরও পড়ুন আমাদের

Follow, Like, Share Post and help each others

Comments


bottom of page